চাঁদপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট করার চেষ্টায় দুই রোহিঙ্গা নারী আটক হয়েছেন। কক্সবাজারের কুতুপালং ক্যাম্পের বাসিন্দা ওই দুই নারীকে পুলিশ আটক করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে।
চাঁদপুরে ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট করতে গিয়ে দুই রোহিঙ্গা নারী আটক
চাঁদপুরে ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে পাসপোর্ট তৈরির চেষ্টা করতে গিয়ে দুই রোহিঙ্গা নারী ধরা পড়েছেন। মঙ্গলবার দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এ ঘটনা ঘটে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। আটক দুইজন কক্সবাজারের কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। বুধবার ভোরে পুলিশ পাহারায় তাঁদের পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
পাসপোর্ট অফিসের কর্মকর্তারা জানান, দুপুরের দিকে ওই দুই নারী পাসপোর্টের আবেদন জমা দিতে এলে যাচাই-বাছাইয়ের সময় তাঁদের এনআইডি জাল প্রমাণিত হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, সৌদি আরবে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক ব্যক্তি তাঁদের এ কাগজপত্র সরবরাহ করেছিলেন। তবে ওই ব্যক্তিকে তাঁরা চেনেন না বলে দাবি করেন।
চাঁদপুর পাসপোর্ট অফিসের উপপরিচালক মাহবুবুর রহমান বলেন, “রোহিঙ্গাদের বিষয়ে আমরা আরও সতর্ক রয়েছি। ফাঁকফোকর দিয়ে যাতে কেউ পাসপোর্ট নিতে না পারে, সে জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে।” চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া জানান, আটক দুই নারী যেহেতু রোহিঙ্গা ক্যাম্পের বৈধ নিবন্ধিত বাসিন্দা, তাই প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।
English