রাজধানীর বংশালের সিক্কাটুলী এলাকার একটি জুতার কারখানায় কাজ করার সময় হঠাৎ আগুনে দগ্ধ হয়েছেন একই পরিবারের তিনজনসহ চার শ্রমিক।
সিক্কাটুলীতে জুতার কারখানায় অগ্নিকাণ্ড: একই পরিবারের তিনজনসহ চারজন দগ্ধ
মোট দেখেছে :
79
রোববার গভীর রাতে ছয়তলা ভবনের নিচতলার ওই কারখানায় আগুন ধরলে আইনউদ্দিন, তাঁর ভাই আমিরউদ্দিন, ছেলে রুমান ও রবিন দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরোনো বার্ন ইউনিটে ভর্তি করা হয়। তাঁরা জানান, জুতা তৈরির আঠায় হঠাৎ আগুন ধরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আহতদের মধ্যে আইনউদ্দিনের ২০ শতাংশ, রুমানের ৪৫ শতাংশ এবং আমিরউদ্দিনের শরীরের ৭ শতাংশ পুড়ে গেছে। সবাই বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
English