মানিকগঞ্জ সদর উপজেলায় খাল থেকে ১০ ফুট লম্বা মিঠাপানির কুমির উদ্ধার করেছে এলাকাবাসী। বন বিভাগের তত্ত্বাবধানে বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
মানিকগঞ্জে খাল থেকে ১০ ফুট লম্বা কুমির উদ্ধার
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের চৌকিঘাট এলাকায় একটি খাল থেকে ১০ ফুট লম্বা কুমির উদ্ধার করেছেন এলাকাবাসী। শুক্রবার (৩১ অক্টোবর) রাতে কুমিরটি ধরতে সক্ষম হন স্থানীয়রা। দীর্ঘ এক মাস ধরে কুমিরটির কারণে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। স্থানীয়রা জানান, চরবংখুরী ও পাশের হরিরামপুর উপজেলার তন্ত্রখোলা এলাকার খালে প্রায় এক মাস আগে কুমিরটি দেখা যায়। এরপর কেউ খালে গোসল বা পশু গোসল করাতে সাহস পাননি। একাধিকবার চেষ্টা ব্যর্থ হওয়ার পর গতকাল রাতে রশি ও বাঁশের তৈরি ফাঁদ ব্যবহার করে কুমিরটি ধরেন চৌকিঘাট গ্রামের রাহাত হোসেন ও আল আমিনসহ কয়েকজন। কুমিরটি দেখতে ভিড় করেন শত শত কৌতূহলী মানুষ। হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, এটি মিঠাপানির কুমির বলে ধারণা করা হচ্ছে এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটকে জানানো হয়েছে, তারা এলে কুমিরটি হস্তান্তর করা হবে।
English