নড়াইলে পরকীয়া ও নির্যাতনের অভিযোগে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

মোট দেখেছে : 77
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

নড়াইলের কালিয়া থানার তদন্ত পরিদর্শক হাসানুল কবিরের বিরুদ্ধে পরকীয়া, নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ এনে তাঁর স্ত্রী আদালতে মামলা করেছেন। আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।

নড়াইলের কালিয়া থানার পরিদর্শক (তদন্ত) হাসানুল কবিরের বিরুদ্ধে পরকীয়া, নির্যাতন ও যৌতুকের দাবি নিয়ে তাঁর স্ত্রী সাদিয়া কানিজ সিদ্দিকা আদালতে অভিযোগ করেছেন। রোববার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বিষয়টি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, ২০০৮ সালে বিয়ের পর থেকেই স্বামীর চাপ অনুযায়ী সাদিয়ার পরিবার বিভিন্ন সময় যৌতুক দিয়েছে। পরে র‍্যাবে বদলি হওয়ার পর হাসানুল এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং প্রতিবাদ করায় স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি আরও ২৫ লাখ টাকা দাবি করেন তিনি। গত কয়েক মাসে একাধিকবার সাদিয়াকে নানাভাবে নির্যাতনের ঘটনাও মামলায় উল্লেখ করা হয়েছে। অন্যদিকে হাসানুল কবির দাবি করেছেন, তিনি স্ত্রীকে বিপুল পরিমাণ সম্পত্তি লিখে দিয়েছেন এবং সাদিয়া ও তাঁর পরিবার আরও সম্পদ নিতে চাইছে বলেই মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। উভয় পক্ষের দাবি নিয়ে তদন্ত শুরু করবে পিবিআই।