নভেম্বর মাসে দৈনিক ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এ বছরের সর্বোচ্চ

মোট দেখেছে : 59
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের হার আবার বাড়ছে। নভেম্বরে প্রতিদিন গড়ে ৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে, যা এ বছরের সর্বোচ্চ। চলতি বছর আক্রান্ত ৪,২০৯ জন, মৃত্যু ২২ জন।

চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি আবারও বেড়ে উদ্বেগ তৈরি করেছে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে দেখা যায়, নভেম্বর মাসের ১৯ দিনেই ৭০৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে, যা প্রতিদিনের হিসাবে প্রায় ৩৭ জন—এ বছর সর্বোচ্চ দৈনিক গড়। অক্টোবর মাসে মোট ৯৯০ জন আক্রান্ত হয়েছিল, গড়ে প্রতিদিন প্রায় ৩২ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ২০৯ জনে, মৃত্যু হয়েছে ২২ জনের। আক্রান্তদের বড় অংশই নগর এলাকায়, যেখানে মাত্র নভেম্বরেই ৪০২ জন শনাক্ত হয়েছেন। বিশেষজ্ঞদের মতে, থেমে থেমে বৃষ্টি এবং উষ্ণ আবহাওয়া এডিস মশার বংশবৃদ্ধি বাড়িয়ে দিয়েছে। এমনকি নভেম্বর মাসেও দুবার বৃষ্টির কারণে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৩৪ জন রোগী ভর্তি আছেন। স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, বৃষ্টি হলে পরবর্তী ২৮ দিন পর্যন্ত মশার প্রভাব বাড়তে পারে, তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা।