চট্টগ্রামে রক্তঠান্ডা খুন: হাসান তারেক হত্যায় বেরিয়ে এলো বিরিয়ানির গন্ধ!

মোট দেখেছে : 43
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

চট্টগ্রামে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে ঘটে যায় হাসান তারেক হত্যাকাণ্ড। ২০ হাজার টাকায় ভাড়াটে খুনি ভাড়া করে তাকে খুন করা হয়। ফেনসিডিলসহ গ্রেপ্তার আলাউদ্দিনের জবানবন্দিতে বেরিয়ে আসে হত্যার ভয়াবহ পরিকল্পনা ও খুনের পর বিরিয়ানি খাওয়ার চাঞ্চল্যকর তথ্য।

চট্টগ্রামে মাদক চক্রের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে জন্ম নেয় এক শীতল মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড। পুলিশ জানায়, গত বছরের ১১ অক্টোবর নগরের বায়েজিদ বোস্তামী-সীতাকুণ্ড লিংক রোডের সলিমপুরের পাহাড়ি এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় হাসান তারেক নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তদন্তে বেরিয়ে আসে, হাসান স্থানীয় মাদক ব্যবসায়ী আলাউদ্দিনসহ আরও কয়েকজনকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন বলে সন্দেহ করা হয়। এ ঘটনার প্রতিশোধ নিতে আলাউদ্দিন, মোরশেদ আলম ও শওকত আকবর নামে তিন মাদক ব্যবসায়ী তাঁকে হত্যার পরিকল্পনা করেন। ২০ হাজার টাকায় ভাড়াটে খুনি ভাড়া করে তাঁরা হাসানকে কাজীর দেউড়ি এলাকা থেকে অটোরিকশায় তুলে সলিমপুরের নির্জন স্থানে নিয়ে গলা পেঁচিয়ে হত্যা করেন। এরপর লাশ ফেলে ওয়াসা মোড়ের একটি রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে বিরিয়ানি খান এবং খুনে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে টাকা তুলে দেন আলাউদ্দিন। সম্প্রতি চকবাজার দামপাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ আলাউদ্দিনকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর এই হত্যার রহস্য উদ্‌ঘাটন করে নগর গোয়েন্দা পুলিশ। কর্মকর্তারা জানান, ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।