গলায় ছুরিকাঘাত নিয়েও ৩ কিলোমিটার অটোরিকশা চালালেন ফজলুর রহমান

মোট দেখেছে : 131
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

রাজশাহীর মোহনপুরে ছিনতাইয়ের ঘটনায় অটোরিকশাচালক ফজলুর রহমানকে গলায় ছুরিকাঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তিনি তিন কিলোমিটার অটোরিকশা চালিয়ে বাজারে পৌঁছান, পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

রাজশাহীর মোহনপুরে এক অটোরিকশাচালক গলায় ছুরিকাঘাতের পরও জীবন বাঁচাতে প্রায় তিন কিলোমিটার পথ অটোরিকশা চালিয়ে বাজারে পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে আর কিছু বলতে পারেননি তিনি। শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়ার পর মারা যান ওই চালক ফজলুর রহমান (৩৫)।

ঘটনাটি ঘটে শনিবার (২ নভেম্বর) সন্ধ্যার পর রাজশাহীর মোহনপুর উপজেলার শিয়ালকোলা এলাকায়। নিহত ফজলুর রহমানের বাড়ি পাশের তানোর উপজেলার অমৃতপুর গ্রামে।

মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) মোদাশ্বের হোসেন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনিয়ে নিতে গিয়ে দুর্বৃত্তরা তাঁর গলায় ছুরিকাঘাত করে।

আহত অবস্থায় ফজলুর রহমান নিজেই অটোরিকশা চালিয়ে প্রায় তিন কিলোমিটার দূরে কেশরহাট বাজারে পৌঁছান। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ জানায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ফজলুর রহমানের মরদেহের ময়নাতদন্ত করা হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। স্বজনেরা থানায় আসার পর মামলার প্রক্রিয়া শুরু হবে।

মোহনপুর থানা পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের উদ্দেশ্যে হত্যা মনে হলেও তদন্তে প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।