মুশফিকুর রহিম তাঁর শততম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করে নতুন ইতিহাস গড়েছেন। টেস্ট ক্রিকেটে বিরল এই কীর্তিতে বাংলাদেশ ক্রিকেটে যোগ হলো আরেক গর্বের অধ্যায়।
শততম ম্যাচে সেঞ্চুরি করে বিশ্বসেরা তালিকায় মুশফিক
মোট দেখেছে :
64
শততম টেস্ট ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করে দিনটা স্মরণীয় করে তুললেন মুশফিকুর রহিম। বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শের ম্যাচকে আরও বিশেষ করে তুললেন এই অভিজ্ঞ ব্যাটার। আগের দিন ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ দিনের দ্বিতীয় ওভারে জর্ডান নিলের বল এক রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। মাঠে থাকা দর্শকরা এই ঐতিহাসিক মুহূর্ত নিজের চোখে দেখার সৌভাগ্য পেলেও টিভি ও মোবাইল স্ক্রিনে থাকা সমর্থকরাও উচ্ছ্বাসে ভেসেছেন। বিশ্বের মাত্র ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন তিনি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১২ বার ঘটেছে। এর আগে কিংবদন্তি রিকি পন্টিং তাঁর শততম ম্যাচে করেছিলেন দুটি সেঞ্চুরি।
English