সংবাদ প্রকাশের জেরে হামলা? নেত্রকোনায় সাংবাদিককে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা

মোট দেখেছে : 137
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর দুর্বৃত্তদের হামলা। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম, বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন।

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুরে সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় চারজন দুর্বৃত্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্স, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত সাংবাদিক বেসরকারি টেলিভিশন রূপসী বাংলা চ্যানেলের নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত। প্রত্যক্ষদর্শীদের মতে, সংবাদ প্রকাশের জেরেই এই হামলা হতে পারে। তাঁর সহকর্মী শাহজাহান শেখ বাধা দিতে গেলে তাকেও ধাওয়া করা হয়।
দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত চলছে।