পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় প্রায় ২৮ বছর বয়সী এক মানসিকভাবে অসুস্থ নারীকে জোরপূর্বক নির্যাতনের অভিযোগে বড় ধরনের আলোচনার সৃষ্টি হয়েছে।
মানসিকভাবে অসুস্থ নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ
মোট দেখেছে :
61
স্থানীয়দের বরাতে জানা যায়, ছয় মাসেরও বেশি সময় ধরে ওই নারী বন্দরের আশপাশে ঘুরে বেড়াচ্ছিলেন এবং নিজের পরিচয় জানাতে অসমর্থ ছিলেন। গতকাল ভোরে স্থলবন্দরের একটি দোকানঘরের পেছনে তাঁকে নির্যাতনের শিকার অবস্থায় দেখতে পান নিরাপত্তাকর্মী ও স্থানীয়রা। পরে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা সবাই ট্রাকচালক বা তাঁর সহকারী হিসেবে বগুড়ার বিভিন্ন এলাকার বাসিন্দা। বিকেলে গ্রাম পুলিশের করা মামলার পর তাঁদের আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নির্যাতনের শিকার নারীকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিচয় নিশ্চিত করতে সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় তদন্ত চলছে বলে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ জানিয়েছে।
English