৯ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচকে সামনে রেখে আজ (শনিবার) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী।
বাংলাদেশে ফিরলেন হামজা চৌধুরী, শমিত সোম কী ফিরবেন হংকং ম্যাচের আগে ?





লাল-সবুজ জার্সিতে এটি হতে যাচ্ছে হামজার চতুর্থ ম্যাচ। এর আগে গত ২৫ মার্চ ভারতের বিপক্ষে শিলংয়ে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল তার। এখন পর্যন্ত তিন ম্যাচে বাংলাদেশের হয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।
হামজার পর আগামীকাল রাতে দলে যোগ দেবেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্যাভালরি এফসিতে খেলা ফরোয়ার্ড শমিত সোম। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে হামজা তিন দিন ও শমিত এক দিন অনুশীলনের সুযোগ পাবেন রাকিব হোসেন, তাজ উদ্দিন, সাদ উদ্দিনদের সঙ্গে।
তবে কোচ হাভিয়ের কাবরেরার দুশ্চিন্তা এখন দলের ইনজুরি নিয়ে। ইতোমধ্যে চোটের কারণে ক্যাম্প ছেড়েছেন ফরোয়ার্ড সুমন রেজা ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া ডিফেন্ডার তপু বর্মন, তারিক কাজী ও ফরোয়ার্ড আল-আমিনও ছোটখাটো চোটে ভুগছেন, যদিও গুরুতর নয় তাদের সমস্যা।
এশিয়ান কাপ বাছাইয়ে এখন পর্যন্ত দুই ম্যাচে এক পয়েন্ট সংগ্রহ করেছে বাংলাদেশ। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে হংকং আছে দ্বিতীয় স্থানে। গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষে সিঙ্গাপুর, আর গোলশূন্য অবস্থায় তালিকার নিচে ভারত।
প্রথম লেগে ৯ অক্টোবর ঢাকায় মুখোমুখি হবে বাংলাদেশ ও হংকং, এরপর ১৪ অক্টোবর ফিরতি ম্যাচ খেলবে হংকংয়ে।