ব্যাংকে বিশাল নিয়োগ! ৯ ব্যাংক + ২ ফাইন্যান্স প্রতিষ্ঠানে ১০১৭ পদে চাকরি!

মোট দেখেছে : 141
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে সমন্বিত ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ প্রকাশিত হয়েছে। এ বিজ্ঞপ্তির মাধ্যমে ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার (সাধারণ) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। মোট পদ সংখ্যা ১,০১৭টি। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম সিনিয়র অফিসার (সাধারণ)। বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। নিয়োগ দেওয়া হবে সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে।

আবেদনের জন্য প্রার্থীর স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষায় অন্তত দুইটিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়। ১ জুলাই ২০২৫ তারিখে বয়স হতে হবে ন্যূনতম ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।

আবেদন করতে হবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট erecruitment.bb.org.bd –এ। আবেদন ফি ২০০ টাকা, তবে অনগ্রসর নাগরিক গোষ্ঠীর প্রার্থীদের জন্য ফি ৫০ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৫ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ফি প্রদানের শেষ সময় ১২ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন করার সময় প্রার্থীর ৬০০x৬০০ পিক্সেলের রঙিন ছবি (১০০ কিলোবাইটের কম) এবং ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর (৬০ কিলোবাইটের কম) আপলোড করতে হবে। এছাড়া ব্যাংকগুলোর পছন্দের ক্রম নির্ধারণ করে দিতে হবে, যা পরবর্তীতে পরিবর্তন করা যাবে না।

ভুল তথ্য দিলে আবেদন বাতিল হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত সনদ, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। চাকরিতে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র জমা দিতে হবে।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।