মাত্র ১২ ইনিংসে ৫ সেঞ্চুরি! শুবমান গিল ছুঁলেন বিরাট কোহলির রেকর্ড

মোট দেখেছে : 160
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

শুবমান গিলের ব্যাটে আবারও রানের ঝড়। দিল্লি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতীয় অধিনায়ক খেলেছেন অপরাজিত ১২৯ রানের দুর্দান্ত ইনিংস। এ ইনিংসের মাধ্যমে গিল পেলেন তাঁর টেস্ট ক্যারিয়ারের দশম সেঞ্চুরি এবং গত সাত টেস্টে এটি তাঁর পঞ্চম তিন অঙ্কের ইনিংস।

অধিনায়ক হিসেবে এক বছরে পাঁচটি টেস্ট সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় এখন গিল। তাঁর আগে কেবল বিরাট কোহলি এই কীর্তি গড়েছিলেন—তা-ও দুবার, ২০১৭ ও ২০১৮ সালে। তবে ইনিংসের হিসাবে গিল অনেক এগিয়ে। যেখানে কোহলির লেগেছিল ১৬ ইনিংস, গিল সেখানে মাত্র ১২ ইনিংসেই করে ফেলেছেন পাঁচ সেঞ্চুরি।

গত জুন-জুলাইয়ের ইংল্যান্ড সফরে ভারতের টেস্ট নেতৃত্ব পান শুবমান গিল। সেই সফরেই ৪ সেঞ্চুরিতে ৭৬৯ রান করে নজর কাড়েন তিনি, যার মধ্যে ছিল ২৬৯ রানের এক মহাকাব্যিক ইনিংস। সেই থেকেই তাঁর ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

আজকের ইনিংসের পর গিলের টেস্ট ব্যাটিং গড় বেড়ে দাঁড়িয়েছে ৪৩.৪৭, আর অধিনায়ক হিসেবে তাঁর গড় এখন ৮৪.৮১। ১২৯ রানের ইনিংসটি গিলের ক্যারিয়ারের পঞ্চম সর্বোচ্চ স্কোর, যেখানে শীর্ষে রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে ২৬৯ রানের বার্মিংহাম ইনিংস। আশ্চর্যের বিষয়, তাঁর সেরা পাঁচ ইনিংসের চারটিই এসেছে গত কয়েক মাসে।

২০২৫ সালটি গিলের জন্য যেন স্বপ্নের বছর। সাত টেস্টে এখন পর্যন্ত তাঁর সংগ্রহ ৯৪০ রান, গড় ৭২।

এই ম্যাচে ভারতের পক্ষে যশস্বী জয়সোয়ালও করেছেন সেঞ্চুরি। বাঁহাতি এই ব্যাটার ১৭৫ রানের ঝলমলে ইনিংস খেলে দ্বিতীয় দিনের সকালে রানআউট হন।

সিরিজের দ্বিতীয় টেস্টে ভারত প্রথম ইনিংসে ৫ উইকেটে ৫১৮ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫ ওভারে ১ উইকেটে ৪১ রান তুলেছে।