কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

মোট দেখেছে : 127
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

রাজধানীর কলাবাগানে ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপি জানায়, নজরুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক ছিলেন। কলাবাগান থানা-পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তবে তাকে কোথা থেকে এবং কখন গ্রেপ্তার করা হয়েছে, তা বিস্তারিত জানানো হয়নি।

আজ বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানা গেছে।

এর আগে গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর কলাবাগানে নজরুল ও তাসলিমা দম্পতির ভাড়া বাসার ডিপ ফ্রিজ থেকে তাসলিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন মঙ্গলবার নিহতের পরিবারের পক্ষ থেকে কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দাম্পত্য কলহের জের ধরে নজরুল ইসলাম তার স্ত্রী তাসলিমাকে হত্যা করে মরদেহটি ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন।

অন্যদিকে নিহত তাসলিমার পরিবারের দাবি, নজরুল তাঁর শ্বশুরের কাছে ১০ কাঠা জমি চেয়েছিলেন। জমি না পেয়ে ক্ষুব্ধ হয়ে তিনি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন।

কলাবাগান থানার ওসি বলেন, “আমরা ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। নজরুলকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানা যাবে।”

এই ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, দম্পতি এলাকায় শান্তভাবেই বসবাস করতেন, কখনো কোনো ঝামেলা চোখে পড়েনি। তাই এমন ঘটনা কেউ কল্পনাও করতে পারেনি।