চলন্ত বাসে অগ্নিকাণ্ডে প্রাণ গেল ২০ যাত্রীর, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর

মোট দেখেছে : 124
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ভারতের রাজস্থানের জয়সলমের জেলায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বিকেলে চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন লেগে মুহূর্তের মধ্যে তা দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনে পুড়ে বহু যাত্রী গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়সলমের থেকে যোধপুরগামী ওই বাসটি থাইয়াত সামরিক ঘাঁটির সামনে পৌঁছালে ইঞ্জিনের দিক থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন পুরো বাসজুড়ে ছড়িয়ে পড়ে। আগুনে আতঙ্কিত যাত্রীরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করেন, অনেকে লাফিয়ে পড়ে আহত হন।

খবর পেয়ে সেনা সদস্য ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে ততক্ষণে পুরো বাসটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটিতে কমপক্ষে ৫৭ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পর চালক ও সহকারী সময়মতো বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের ত্রুটিই এই দুর্ঘটনার কারণ হতে পারে, যদিও প্রশাসন জানিয়েছে—বিস্তারিত তদন্তের পরই প্রকৃত কারণ জানা যাবে।

দুর্ঘটনার পর দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স (Twitter) পোস্টে শোক প্রকাশ করে লিখেছেন, “জয়সলমেরে দুর্ঘটনায় প্রাণহানিতে আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারপ্রতি ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি রাজ্য প্রশাসনও ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছে।