ফরিদপুরে দুটি বাসের সংঘর্ষে নিহত পুলিশ কর্মকর্তার স্ত্রী

মোট দেখেছে : 127
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার (৪০) নামে এক নারী যাত্রী। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুর–বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শামসুন্নাহার (৪০) নামে এক নারী যাত্রী। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুর–বরিশাল মহাসড়কের পূর্ব সদরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী দুটি যাত্রীবাহী বাস একই পথে পাশাপাশি চলছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস অপর বাসটিকে ওভারটেক করার চেষ্টা করে। এতে ইউরো লাইন পরিবহনের বাসটি ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শামসুন্নাহার নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকিবুজ্জামান বলেন, “দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা চলছে।” স্থানীয়রা জানান, ফরিদপুর–বরিশাল মহাসড়কে প্রতিদিনই দ্রুতগতির বাস চলাচলের কারণে দুর্ঘটনা ঘটছে। তাঁদের দাবি, মহাসড়কে নিয়মিত তদারকি বাড়ালে এ ধরনের প্রাণহানি অনেকাংশে রোধ করা সম্ভব।