আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলায় এক ভয়াবহ হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। এই ঘটনার পর দেশটির ক্রিকেট বোর্ড (এসিবি) পাকিস্তানে আয়োজিত আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে।
পাকিস্তানের হামলায় তিন ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ থেকে সরে দাঁড়াল আফগানিস্তান
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ত্রিদেশীয় সিরিজের, যেখানে অংশ নেওয়ার কথা ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের। তবে শোকের কারণে সিরিজে অংশ নেবে না আফগানিস্তান দল।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানায়, “আরগুন জেলায় তিন সাহসী ক্রিকেটার এক কাপুরুষোচিত হামলায় প্রাণ হারিয়েছেন। তাঁদের স্মরণে এবং শ্রদ্ধা জানিয়ে আসন্ন সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে এসিবি।”
এসিবির দাবি, নিহত ক্রিকেটাররা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় এক প্রীতি ম্যাচ শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। তাঁদের সঙ্গে আরও কয়েকজন আহত হয়েছেন, যাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ত্রিদেশীয় সিরিজটি হতে পারত পাকিস্তানের মাটিতে আফগানিস্তানের প্রথম টুর্নামেন্ট। তবে মর্মান্তিক ঘটনার পর সেটি আর অনুষ্ঠিত হবে না। এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
English