এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া ৫ শতাংশ অনুমোদন, কার্যকর ১ নভেম্বর থেকে

মোট দেখেছে : 159
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়ি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত দিয়েছে সরকার। অর্থ মন্ত্রণালয় মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২ হাজার টাকা) বাড়ি ভাড়া দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। এই সিদ্ধান্ত আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

আজ রোববার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবদের কাছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

জানা গেছে, এই সিদ্ধান্ত বাস্তবায়নে ছয়টি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো— ভবিষ্যতে নতুন জাতীয় বেতন স্কেল চালু হলে এই বাড়ি ভাতা পুনর্নির্ধারণ করতে হবে। এছাড়া, এ ভাতা বৃদ্ধির ফলে শিক্ষক-কর্মচারীরা কোনো বকেয়া পাওনা দাবি করতে পারবেন না।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ হারে (সর্বনিম্ন ৩ হাজার টাকা) বাড়ি ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট পুনর্বহাল ও পূর্ণাঙ্গ উৎসব ভাতাসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। তাঁরা সরকারের প্রস্তাবিত ৫ শতাংশ বাড়ি ভাতা আগেই প্রত্যাখ্যান করেছিলেন।

আজ অষ্টম দিনের মতো তাঁরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন। শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবিদাওয়া পূরণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।

এর আগে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে দেখা করে সরকারের প্রস্তাবের বিষয়ে আলোচনা করেছিলেন। তবে শিক্ষকরা তখনই ৫ শতাংশ প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলে জানিয়েছিলেন।