নড়াইলের লোহাগড়ায় খাল থেকে উদ্ধার মানব কঙ্কাল

মোট দেখেছে : 186
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামের একটি খালে কচুরিপানার নিচ থেকে মানবকঙ্কাল উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে স্থানীয় কৃষকের চোখে পড়ে মাথার খুলি ও শরীরের বিভিন্ন অংশের হাড়গোড়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালের অংশগুলো উদ্ধার করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, উদ্ধার করা কঙ্কালটি নারী না পুরুষের—এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক কৃষক মাঠে ওষুধ ছিটাতে গিয়ে খালের কচুরিপানার নিচে মানুষের হাড়গোড় দেখতে পান। পরে গ্রামবাসীরা এগিয়ে এসে আরও খোঁজাখুঁজি করলে মাথার খুলি ও শরীরের অন্যান্য অংশ উদ্ধার হয়।

গ্রামবাসীর ধারণা, উদ্ধার হওয়া কঙ্কালটি প্রায় এক মাস আগে নিখোঁজ হওয়া সেকেলা বেগম (৬০) নামের এক নারীর হতে পারে। তিনি হলদা গ্রামের বাসিন্দা আবদুল শুকুরের স্ত্রী।

এর আগে চলতি বছরের ২৩ জুন লোহাগড়ার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামে একটি তিলখেত থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির কঙ্কাল উদ্ধার করেছিল পুলিশ।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, কঙ্কালের পরিচয় ও মৃত্যুর কারণ নির্ধারণে ফরেনসিক পরীক্ষা করা হবে।