ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর চান্দড়া গ্রামে দুই দিন নিখোঁজ থাকার পর মাদ্রাসাছাত্র আমির হামজা ওরফে হানযালার বস্তাবন্দি দেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর মাদ্রাসাছাত্রের বস্তাবন্দি দেহ উদ্ধার
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চর চান্দড়া গ্রামে দুই দিন নিখোঁজ থাকার পর মাদ্রাসাছাত্র আমির হামজা ওরফে হানযালার (১৩) বস্তাবন্দি দেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় মতিয়ার শেখের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, মতিয়ার শেখের স্ত্রী হাঁস আনতে গিয়ে পুকুরে ভাসমান একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে তীব্র গন্ধ বের হতে থাকলে তিনি চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাটি তীরে টেনে এনে খুলে দেখে ভেতরে শিশুর দেহ। দেহটি আংশিক গলে যাওয়া অবস্থায় ছিল এবং মুখে আঘাতের চিহ্ন পাওয়া যায়। বস্তার ভেতর কিছু ইটও পাওয়া গেছে, যা সম্ভবত দেহটি পানিতে ডুবিয়ে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হ—ত্যা বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। নিহত আমির হামজা চান্দড়া তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় জামাতের ছাত্র ছিলেন। রবিবার আছরের নামাজের পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করার পর মঙ্গলবার সন্ধ্যায় পুকুরে তার বস্তাবন্দি দেহ ভেসে ওঠে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, দেহটি উ*দ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন।
English