কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে অবৈধ সম্পর্কের অভিযোগে হাত বেঁধে নির্মমভাবে মারধর করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
কুমিল্লায় ইউপি সদস্যের বেতের আঘাতে প্রবাসীর স্ত্রী নির্যাতিত, ভিডিও ভাইরাল
স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে এই নির্যাতনের অভিযোগ উঠেছে। জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে ওই নারী ও পার্শ্ববর্তী গ্রামের বিল্লাল মিয়াকে স্থানীয়রা আটক করে ইউপি সদস্যের সামনে হাজির করে। এরপর বজলুর রহমান নিজ হাতে বেত দিয়ে ওই নারীকে মারধর করেন এবং পরে সালিশ বসিয়ে তাকে বিল্লালের সঙ্গে বিয়ে দেন। কিন্তু বিল্লাল ইতোমধ্যেই বিবাহিত এবং চার কন্যাসন্তানের জনক। অন্যদিকে নির্যাতিত নারীও দুই সন্তানের মা এবং তার স্বামী প্রবাসে রয়েছেন। ভাইরাল ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য ওই নারীকে হাত বাঁধা অবস্থায় বেত দিয়ে আঘাত করছেন, চুল টানছেন এবং গালাগাল দিচ্ছেন, এ সময় অসহায় নারী কাঁদছিলেন। বিষয়টি নজরে আসার পর চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ জানান, ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।
English