ফরিদপুরের মধুখালী উপজেলার বোয়ালিয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে।
ফরিদপুরে সোহাগ পরিবহনের বাসের সঙ্গে নছিমনের সংঘর্ষ, চালকের মর্মান্তিক মৃত্যু
মোট দেখেছে :
264
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে সোহাগ পরিবহনের একটি এসি বাসের সঙ্গে একটি নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনচালক মামুন সেখ (২৮) গুরুতর আহত হয়ে পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিহত মামুনের বাড়ি ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ভীমপুর-সাঁতৈর গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফরিদপুর থেকে মাগুরার দিকে যাচ্ছিল, আর নছিমনটি বিপরীত দিক থেকে আসছিল। সংঘর্ষের পর নছিমনটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মামুন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই বাসচালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত যান দুটি উদ্ধার করে।
English