ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানার মোল্লার মোড় এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
ফরিদপুরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত প্রাণী চিকিৎসক
মোট দেখেছে :
241
শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শামীম মিয়া (৪০), তিনি কোতোয়ালি থানার সাচিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন প্রাণী চিকিৎসক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সালথা দিক থেকে আসা একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই শামীম মিয়া মারা যান। অপর মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে
English