ভারতের ইন্দোরে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে ‘অশোভনভাবে স্পর্শ’— অভিযুক্ত আটক।

মোট দেখেছে : 128
প্রসারিত করো ছোট করা পরবর্তীতে পড়ুন ছাপা

ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে দুই অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারকে ‘অশোভনভাবে স্পর্শ’ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে, যখন দুই খেলোয়াড় হোটেল থেকে একটি কফিশপের দিকে হাঁটছিলেন। অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেল চালিয়ে আসা এক ব্যক্তি হঠাৎ তাঁদের পাশে এসে অনুপযুক্ত আচরণ করে। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের জানানো হলে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনকে শনাক্ত করে। পরে ইন্দোর পুলিশের অভিযানে আকীল খান (Aqeel Khan) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়, যার বিরুদ্ধে এর আগেও অসদাচরণের অভিযোগ ছিল বলে জানায় স্থানীয় সংবাদমাধ্যম। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ঘটনাটির কথা অস্বীকার করেছে, তবে তদন্ত চলছে এবং প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আয়োজক কর্তৃপক্ষ ঘটনাটিকে ‘দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে মন্তব্য করে খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিয়েছে।

বিসিসিআই ও মাঠের আয়োজক কর্তৃপক্ষ ঘটনাটি ‘দুর্ভাগ্যজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে বিবেচনা করেছে এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড়দের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায় তারা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়ন করবে।

স্থানীয় জনমত ও অনলাইন প্ল্যাটফর্মে ঘটনাটিকে নিয়েই তাৎক্ষণিক নিন্দা-প্রতিক্রিয়া দেখা গেছে; অনেকেই বলেন, আন্তর্জাতিক ইভেন্টে এ ধরনের ঘটনা শহরের ইমেজের জন্য ক্ষতিকর। পুলিশ জানিয়েছে তদন্ত অগ্রগতি অনুযায়ী তথ্য আপডেট করা হবে এবং প্রয়োজন হলে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।